শ্যামপুর-কদমতলীর বিভিন্ন পূজামণ্ডপে বিএনপির অনুদান ও উপহার সামগ্রী বিতরণ
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্যামপুর-কদমতলীর বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহযোগিতাসহ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে শাড়ী এবং অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামের তত্বাবধানে আর্থিক অনুদান ছাড়াও বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তার জন্য ব্যক্তিগত অর্থায়নে সিসি ক্যামেরা লাগানো হয়। পাশাপাশি স্থানীয় ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সার্বক্ষনিক পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন।
প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে অনুদান তুলে দেন আনম সাইফুল ইসলাম।
(ঢাকাটাইমস/১০অক্টোবর/জেবি/এসআইএস)