ঢাবি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সানাউল্লাহ, সদস্যসচিব রাকিব

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫৯
অ- অ+

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. সানাউল্লাহ হককে আহ্বায়ক এবং রাকিবুল ইসলামকে সদস্যসচিব করে আগামী তিন মাসের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে সংগঠনটি এ কমিটির ঘোষণা করে। কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান এ আহ্বায়ক কমিটির অনুমোদন করেন।

কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৩ জনকে যুগ্ম সদস্যসচিব এবং দুই জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হলেন মো. সানাউল্লাহ হক। যুগ্ম আহ্বায়ক– ইয়াসির আরাফাত, রহমত উল্লাহ রাকিব, আলতাফ মাহমুদ, সাফায়েত হোসেন সাগর, ফারহাত খান টুলকি, আশরাফুল আলম রাফি, জুবায়ের আহমেদ তাজ, মাহফুজুর রহমান, রাকিবুল আলম, মো. মাহতাব ইসলাম, মোস্তাফিজুর রহমান রিফাত।

সদস্যসচিব রাকিবুল ইসলাম। যুগ্ম সদস্যসচিব– আব্বাস উদ্দিন, রাকিবুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, এবাদুল ইসলাম, সাদমান আব্দুল্লাহ, সাইফুল ইসলাম, রেহান উদ্দিন, সালাউদ্দিন সাব্বির, আসিফ মাহমুদ, ওমর ফারুক, ফাতেমা তুজ সামিয়া, কৌফিক আদির এবং ইমতিয়াজ রাজ সৌরভ।

এ ছাড়া, কার্যকারী সদস্য– আব্দুল মাজিদ ও মো. মোফাচ্ছেল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হলো।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এসকে/এফএ)

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা