বিপিএল প্লেয়ার্স ড্রাফটের ক্যাটাগরি নিয়ে বিস্ফোরণ ইমরুল কায়েসের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ১৬:২৮| আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৬:৩১
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফটের ক্যাটাগরি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। এসব ক্যাটাগরিতে খেলোয়াড়দের তালিকা দেখে এর প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক প্রশ্ন সামনে এনেছেন এই টাইগার ওপেনার।

আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই আসর। দলগুলোর খেলোয়াড় কিনতে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। ইতিমধ্যে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করেছে বিসিবি। প্লেয়ার ড্রাফটের ছয়টি ক্যাটাগরি সর্বোচ্চটিতে ৬০ লাখ আর সর্বনিম্ন ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা পারিশ্রমিক।

জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস রয়েছেন ‘সি’ ক্যাটাগরিতে। তালিকা প্রকাশের পর ক্ষুব্ধ টাইগার ব্যাটার শুক্রবার (১১ অক্টোবর) এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন।

প্লেয়ার্স ড্রাফটের গ্রেডিং নিয়ে প্রশ্ন তুলে ইমরুল কায়েস বলেন, বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে ক্রিকেটারদের গ্রেডিং দেখে চিন্তা করছি গ্রেডিংটা আসলে কিসের ভিত্তিতে করা হয়। জাতীয় দল, সারা বছরের ঘরোয়া পারফরম্যান্স, বিপিএলের পারফরম্যান্স নাকি শুধু নাম দেখে করা হয়। বছরজুড়ে ক্রিকেটের আশেপাশে না থাকা ক্রিকেটারের জায়গা হলো ‘বি’ গ্রেডে। অথচ গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটাররা ‘সি’ গ্রেডে। তবে কি শুধু নাম কিংবা চেহারা দেখেই বিপিএলের ড্রাফটের গ্রেড নির্ধারণ করা হয়?

ইমরুল কায়েস জানান, বিপিএলে ভালো করতে না পারার মাশুল গুনতে হয়েছিল জাতীয় দলে জায়গা হারিয়ে। তিনি বলেন, বিপিএলের ২০১৮-১৯ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আমি ভালো করতে পারিনি। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পর আমাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে বিসিবির একজন কর্মকর্তার সঙ্গে যখন কথা হলো তখন বাদ দেওয়ার কারণ হিসেবে তিনি জানালেন, বিপিএলে আমার পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল না। যেহেতু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি তাই আমি কোনো সংকোচ ছাড়াই এমন সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম।

আরও যোগ করেন, জাতীয় দলে ফিরতে আমি কঠোর পরিশ্রম করতে থাকি। ২০১৯-২০ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১৩ ম্যাচে ৪৪২ রানও করেছিলাম। কিন্তু এমন পারফরম্যান্সের পরও আমাকে জাতীয় দলে ডাকা হয়নি। এমনকি জাতীয় দলের কোনো ক্যাম্পেও রাখা হয়নি। তবে কি বিপিএলে পারফর্ম না করলেই বাদ? কিন্তু পারফর্ম করলে, সেটাও তো বিবেচনায় নেওয়া হচ্ছে না। আমাদের ক্রিকেটের দুর্দিন কি তবে শেষ হবে না?

(ঢাকাটাইমস/১১ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭০ কোটি টাকা তছরুপ: ইউনাইটেড গ্রুপের সিইও শেখ ফারুক হোসেন অপসারিত
ডাইনি সন্দেহে ভারতে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা
শহীদদের মর্যাদা দিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে: দুদু
অলিখিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা