তামিম হত্যা: বিএনপি নেতা রবির বাসায় পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ২০:৩৭ | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ২০:২৬
শুক্রবার রাতে রবির বাড়িতে পুলিশের অভিযান

রাজধানীর হাতিরঝিলে মহানগর প্রজেক্ট এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার বিভাগের কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম হত্যা মামলার আসামি রবিউল ইসলাম রবিকে ধরতে অভিযান চালিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যার পর হাতিরঝিল থানা পুলিশের একটি দল রবির হাতিরপুলের বাসায় অভিযান চালায় বলে জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রুহুল কবির খান। তিনি বলেন, ‘অভিযানে বাসাটিতে কাউকে পাওয়া যায়নি।’

রবি বিএনপির নির্বাহী কমিটির সদস্য। ঢাকা মহানগর বিএনপির সমন্বয়কের দায়িত্বে তিনি। ঢাকা-১০ আসনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

রবিকে গ্রেপ্তার অভিযানের আগে এক সংবাদ সম্মেলনে ডিসি রুহুল কবির জানান, হত্যাকাণ্ডে বিএনপি নেতা শেখ রবিউল আলমের ম্পৃক্ততা প্রাথমিকভাবে পাওয়া গেছে।

নিহত তামিমের পারিবারিক সূত্রে পুলিশ জানায়, রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে জমির মালিক ও প্লেজান্ট প্রপার্টিজ (প্রা.) লি. নামে একটি ডেভেলপার কোম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দ্বন্দ্বের জেরে গত বৃহস্পতিবার ডেভেলপার কোম্পানি, জমির মালিক ও ভবনের অন্যান্য মালিকের মধ্যে ভাঙচুর এবং হাতাহাতির ঘটনায় গুরুতর আহত হন দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

ঢাকা-১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালান রবিউল ইসলাম রবিএ ঘটনায় নিহতের পরিবার ১৬ জনকে আসামি করে যে মামলা করেছে তাতে তিন নম্বর আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি। তিনি ডেভেলপার কোম্পানি প্লেজান্ট প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক। ওই কোম্পানি নিহত তামিমের বাবার জমিতে চুক্তির ভিত্তিতে একটি ভবন তৈরি করে। যেখানে আরও দুজন জমির মালিক রয়েছে। অন্য মালিকদের প্রাপ্ত ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হলেও তামিমদের সম্পূর্ণ পাওনা হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ তার পরিবারের। ভবনের সেই ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে ডেভেলপার কোম্পানির লোকেরা বাড়িতে ঢুকে তামিমে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ পরিবারের।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এলএম/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জনদুর্ভোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: আমিনুল 

ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার

ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: রবি

প্রশাসন থেকে গণহত্যায় সহায়তাকারীদের সরাতে হবে: জুয়েল

বিপ্লবের ১০০ দিন পর ইনডেমনিটি অর্ডিন্যান্সের প্রয়োজন কেন, প্রশ্ন মঈন খানের

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ গঠন, প্রেসিডেন্ট তারেক রহমান

জনগণ প্রত্যাখ্যান করে এমন পথে এগোবেন না: ফারুক

স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির মারা গেছেন

১০ বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি, লক্ষ্য কী? নির্বাচনি রোডম্যাপের দাবি জোরালো করা?

এই বিভাগের সব খবর

শিরোনাম :