তাঁতীবাজার মণ্ডপে পেট্রোলবোমা সদৃশ্য বোতল নিক্ষেপ, ৩ ছিনতাইকারী আটক

রাজধানীর তাঁতীবাজার পূজা মণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা পেট্রোলবোমা সদৃশ্য একটি বোতল ছুড়ে মারে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে তাঁতীবাজার পূজা মণ্ডপের পেছনে তিনজন ছিনতাইকারী এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করার সময় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টায় ৪ জনকে ছুরিকাঘাত করে।একপর্যায়ে ছিনতাইকারীরা পূজামণ্ডপের দিকে পেট্রলবোমার বোতল নিক্ষেপ করে।
ডিএমপির কোতয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁতীবাজার পূজা মণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা একটি পেট্রোলবোমা সদৃশ্য বোতল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় আনা হয়েছে।অন্যদিকে আহত চার জনকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে আসলে ঘটনা কি। তবে এখনো আমরা স্পষ্ট না এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা।
বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আটক তিন ছিনতাইকারীদের হাতে কাচি, ছুরি পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
(ঢাকাটাইমস/১১অক্টোবর/এলএম/এমআর)

মন্তব্য করুন