সংখ্যালঘু শব্দটিতে বিশ্বাস করে না বিএনপি: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘সব ধর্ম বর্ণের মানুষের পাশে আছে বিএনপি। আগামীতেও থাকবে। যে যেই ধর্মেরই হোক, আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবারই সমান অধিকার। সংখ্যালঘু শব্দটিতে বিশ্বাস করে না বিএনপি।’
শুক্রবার রাত ১০টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাতে এসেছি। আমার পিতা মরহুম কেএম ওবায়দুর রহমান আজীবন আপনাদের পাশে ছিল, আমিও আপনাদের পাশে আছি।’
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা প্রমুখ।
(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)

মন্তব্য করুন