ফরিদপুরে শেখ হাসিনা-রহমানসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৫:৪৪ | প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, ১৫:৩৩

ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা (৭৬), দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দল ও অঙ্গসংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) গণমাধ্যমের কাছে, ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) কোতোয়ালি থানায় মামলাটি করেন ফরিদপুরের মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম।

পুলিশ সুপার (এসপি) বলেন, মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের ১২৫ জন নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় তার স্কুলপড়ুয়া মেয়ে একটি মিছিলে অংশ নেয়। মিছিল চলাকালীন ছাত্রলীগ-যুবলীগের হামলায় অন্য আরও শিক্ষার্থীর মতো তার মেয়েও আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার পেছনে মূল উসকানিদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ সহযোগীরা ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ গঠন, প্রেসিডেন্ট তারেক রহমান

জনগণ প্রত্যাখ্যান করে এমন পথে এগোবেন না: ফারুক

স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রোজি কবির মারা গেছেন

১০ বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি, লক্ষ্য কী? নির্বাচনি রোডম্যাপের দাবি জোরালো করা?

শেখ হাসিনা জনগণকে চাকর-বাকর মনে করতো: রিজভী

বিতর্কিত কেউ যেন উপদেষ্টার দায়িত্ব না পায়: মির্জা ফখরুল

পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলতে না পারলে ছিটকে পড়তে হবে: মঈন খান

মুজিব নয় আওয়ামী লীগের নতুন পিতা ট্রাম্প: রাশেদ প্রধান 

জনগণকে বাইরে রেখে সরকারের বয়ান গ্রহণযোগ্য হবে না: আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :