একসঙ্গে তিন তারকা ক্রিকেটারকে দলে ভেড়ালো সিলেট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, ১৭:৩৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগেই সরাসরি ভিত্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। নিজেদের দলকে শক্তিশালী করতে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ হাতছাড়া করছে না দলগুলো।

আসন্ন ড্রাফটের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার পাশাপাশি দুজনকে রিটেইন করার সুযোগ পাচ্ছেন। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি অবশ্য তিনজনকে সরাসরি চুক্তিতে দলে নেবে।

সে হিসেবে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু খেলোয়াড় কেনার মাঠে দেখা যায়নি সিলেট স্ট্রাইকার্সকে। অবশেষে ড্রাফটের ২দিন আগে সরব হয়েছে তারা। সরব হয়েই একসঙ্গে তিন ক্রিকেটারকে দলে ভেড়ানোর খবর দিয়েছে সিলেট।

সিলেট যে তিনজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা সকলেই দেশীয় ক্রিকেটার। রিটেইন খেলোয়াড় হিসেবে তারা দলে ভিড়িয়েছে তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে। এছাড়া ডিক্টে সাইনিংয়ের মাধ্যমে দলে ভিড়িয়েছে জাকের আলী অনিককে।

শনিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

বিপিএলের গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ারসের জার্সিতে ২২ গজ মাতিয়েছিলেন জাকের। সেখান থেকেই জাতীয় দলে ডাক পান তিনি। সেই দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের বেশ আস্থাভাজন ছিলেন এই ক্রিকেটার।

এদিকে বিপিএলের গত আসরে সিলেট দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তিনি কয়েক ম্যাচ খেলে বিপিএল ছাড়লে দলটির নেতৃত্ব দেন মোহাম্মদ মিঠুন। এখন পর্যন্ত এবার এই দুজনের একজনকেও দলে রাখেনি সিলেট।

(ঢাকাটাইমস/১২ অক্টোবর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :