জাতীয় যাদুঘরের সামনে নৈতিক সমাজের গণসমাবেশ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, ২২:৩৮| আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ২২:৪৪
অ- অ+

চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংস্কার ও নির্বাচনসহ অন্যান্য জাতীয় বিষয় নিয়ে গণ সমাবেশ করার ঘোষণা দিয়েছে রাজনৈতিক দল ‘নৈতিক সমাজ‘।

আগামী শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৩ টায় শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার দলটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘নৈতিক সমাজের ‘মুক্তি সনদ’ প্রচার, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংস্কার ও নির্বাচনসহ অন্যান্য জাতীয় বিষয়ে গণ আলোচনার লক্ষ্যে গণ সমাবেশ আয়োজন করা হচ্ছে। নৈতিক সমাজের সকল সদস্যবৃন্দসহ রাজনৈতিক দল, রাজনৈতিক সমাজ ও সুধী সমাজের সকলকে দলে দলে যোগ দিতে অনুরোধ জানানো হচ্ছে। আপনারা বিশেষ ভাবে আমন্ত্রিত ও আপনাদেরকে স্বাধীন ভাবে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে।’

প্রসঙ্গত, মেধাবী ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে রাজনীতি ও সমাজ সংস্কৃতির অধপতন ঠেকাতে এবং সমাজের নানাবিধ সমস্যার সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০২১ সালের মার্চে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে ‘নৈতিক সমাজ’।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল করিম
গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণে হবে গোয়েন্দা তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শ্যামলীতে দিনদুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদি ও নাতি বউকে গলা কেটে হত্যা  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা