আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে ভেড়ালো বরিশাল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ১৬:৩৯
অ- অ+

আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি তারকাদের দলে ভেড়াচ্ছে দলগুলো। আসন্ন এই আসরের জন্য বিদাশি সাইনিংয়ে বড় চমক দেখিয়েছে ফরচুন বরিশাল। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে তারা ডিরেক্ট সাইন করিয়েছে।

আগের আসরেই রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন নবি। বিপিএলের নিয়মিত এই ক্রিকেটার এবার পাড়ি জমালেন নতুন ফ্র্যাঞ্চাইজিতে। বিপিএলে এর আগে সিলেট রয়্যালস, রংপুর, চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেললেও বরিশালের হয়ে খেলার অভিজ্ঞতা নেই নবির। এবারই প্রথম এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন তিনি।

তামিম ইকবালকে রিটেইন করেছে বরিশাল। দলটির অধিনায়ক হিসেবেও থাকছেন বাঁহাতি এই ওপেনার। এরপর সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

পুরনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেশি ক্রিকেটারদের মাঝে একজনকে সরাসরি চুক্তিতে এবং দুজনকে রিটেইন করতে পারবে বরিশাল। সেটার ফায়দা নিয়েই হৃদয়কে দলে টেনেছে তারা। আর রিটেইন ক্রিকেটার হিসেবে তামিমের সঙ্গে দলটিতে থাকছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

রিটেইন সীমিত থাকার কারণে দলটিকে ছেড়ে দিতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটারকে। এরই মধ্যে মিরাজ খুলনা টাইগার্স ও সাইফউদ্দিন সরাসরি চুক্তিতে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন।

যদিও সম্প্রতি টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাহমুদউল্লাহ এখনও কোনো দল পাননি। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ড্রাফট থেকে ভালো ভালো ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলতি মৌসুমে ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
জবি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে চবির ৩ শিক্ষার্থী ভেসে গেলেন, ১ জনের মৃত্যু
বিএনপি মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা