উত্তরাতে অপহৃত দারোয়ানকে তুরাগ থেকে উদ্ধার, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৪, ১৩:৪৭| আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৩:৫২
অ- অ+

রাজধানীর উত্তরায় রিকশা চুরির অপবাদে অপহৃত এক দারোয়ানকে তুরাগ থেকে উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে অপহরণে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মোকসেদ আলী (৩৬), মো. খায়রুল, মো. রুবেল, মো. রায়হান (১৯)।

রবিবার রাতে তুরাগ থানাধীন যাত্রাবাড়ী থেকে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এসময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ।

তিনি বলেন, ‘উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরের লেক ড্রাইভ রোডের ৭৭ নম্বর বাসার দাড়োয়ান নবীর হোসেন (৩৬) রবিবার সন্ধ্যায় মোবাইলে টাকা রিচার্জ করে বাসায় ফেরার পথে আসামি মো. খায়রুল তাকে বলে ‘তুই আমার রিকশা চুরি করেছিস’। তখন ভিকটিম নবীর হোসেন আসামিকে জানায়, সে রিকশা চুরি করেনি এবং সে বাসায় দাড়োয়ানের কাজ করে বলে বাসায় চলে আসে। তার কিছুক্ষণ পর মো. মোকসেদ আলীসহ অজ্ঞাতনামা দুজন আসামি একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে বাসার সামনে আসে এবং ভিকটিমকে টানা হেছড়া কেরে গাড়িতে উঠায়। এরপর তাকে তুরাগ থানাধীন যাত্রাবাড়ী এলাকায় আলিফের বাড়িতে আটকে রাখে এবং রিকশা ফেরত দেওয়ার জন্য এলোপাথাড়ি মারপিট করতে থাকে।’

ওসি জানান, এ ঘটনা ভিকটিমের বাড়ির মালিক থানায় জানালে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করে এবং জড়িতদের গ্রেপ্তার করে। এছাড়া অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।’

ওসি হাফিজুর রহমান হাফিজ আরও জানান, ‘এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা