সদরপুরে অবৈধ ড্রেজার জব্দ, ৩ মাসের জেল

ফরিদপুরের সদরপুরে ঢেউখালি ইউনিয়নের আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার সময় একটি ড্রেজার জব্দ এবং একজনকে আটক করে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া মাদ্রাসা ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ড্রেজার পরিচালক সদরপুর উপজেলার শেখ হায়দারের ছেলে শেখ হাসান।
অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী হাকিম আল মামুন। ভ্রাম্যমাণ আদালত শেষে আটককৃত ব্যক্তিকে সদরপুর থানায় সোপর্দ করা হয়।জানা যায়, শেখ হাসান দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী, খাল, বিলসহ বিভিন্ন জায়গা থেকে আইন লঙ্ঘন করে ড্রেজার দিয়ে বালু কেটে আসছিলেন। বালু কাটার বিষয়ে তার বিরুদ্ধে অনেক আগে থেকেই এলাকাবাসী অভিযোগ জানিয়ে আসছে। সেইসব অভিযোগের ভিত্তিতে তাকে বালু কাটা অবস্থায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বলেন, ‘ড্রেজার জব্দ করে স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখা রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের উপজেলা প্রশাসন থেকে অভিযান অব্যাহত থাকবে।’ (ঢাকা টাইমস/১৫অক্টোবর/এসএ)

মন্তব্য করুন