বগুড়ার দুই কলেজে পাস করেনি কেউ

বগুড়ার দুটি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেননি।
মঙ্গলবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানা যায়।
এদিন বেলা ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম ফলাফল জানান।
অকৃতকার্য হওয়া কলেজ দুটি হলো বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী মহিলা কলেজ ও সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইএন কলেজ।
রাজশাহী শিক্ষাবোর্ডের ফলাফল বিবরণে জানা যায়, রাজশাহী বিভাগে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
ওয়েবসাইটে ফলাফল যাচাইয়ে দেখা যায়, গাবতলী উপজেলার বাগবাড়ী মহিলা কলেজে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিকে মোট শিক্ষার্থী ছিল ১১ জন। এর মধ্যে পরীক্ষা দেন সাতজন। তবে এই সাতজনেই অকৃতকার্য হন।
সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইএন কলেজের তথ্য অনুযায়ী এবার এইএসসি পরীক্ষার্থী ছিলেন ১৬ জন। পরীক্ষায় ১৬ জন শিক্ষার্থী উপস্থিত হলেও পাস করেননি কেউ।
বাগবাড়ী মহিলা কলেজ প্রধান রেজাউল করিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে ব্যস্ত আছে বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বলেন, বিষয়টি তিনি জানতেন না। তিনি খোঁজ নিয়ে জানার পর তিনি বলতে পারবেন কেন এরকমটা হয়েছে।
উল্লেখ্য, এবার বগুড়া জেলায় ৩২টি কেন্দ্রে ১১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৬ হাজার ৭২৭ জন পরীক্ষা দেন। এর মধ্যে ১৩ হাজার ৯৫৪ ছেলে এবং ১২ হাজার ৭৭৩ জন মেয়ে। পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী।(ঢাকা টাইমস/১৫অক্টোবর/এসএ)

মন্তব্য করুন