মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মুন্না হত্যার আসামি হৃদয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৪, ২২:৪২
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মুন্না হাওলাদার হত্যা মামলার আসামি মো. হৃদয়কে(২৪) থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে র‍্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

গত ২০ সেপ্টেম্বর ভিকটিম মুন্নাকে রায়েরবাজার এলাকায় মো. হৃদয় ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম আসামি হৃদয়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মুন্না নিহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ-এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে মাঠে নামে র‍্যাব। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল আজ বিকালে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকা হতে হৃদয়কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, এ মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা