মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মুন্না হত্যার আসামি হৃদয় গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মুন্না হাওলাদার হত্যা মামলার আসামি মো. হৃদয়কে(২৪) থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে র্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
গত ২০ সেপ্টেম্বর ভিকটিম মুন্নাকে রায়েরবাজার এলাকায় মো. হৃদয় ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম আসামি হৃদয়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মুন্না নিহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ-এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে মাঠে নামে র্যাব। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল আজ বিকালে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকা হতে হৃদয়কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, এ মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এলএম/এমআর)

মন্তব্য করুন