সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফীকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩৯| আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৬:৫৬
অ- অ+

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। গত ১৪ আগস্ট অনুষ্ঠিত হয় জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের ড্রাফট। প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজাকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স।

তবে আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনায় নীরব থাকায় তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। সিলেটের সেই বিক্ষোভে শিক্ষার্থীরা তাকে দল থেকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে।

সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ প্রায় অর্ধশতাধিক মানুষের দাবি, আসন্ন বিপিএলে তারা সুরমা পাড়ের জার্সিতে দেখতে চান না মাশরাফীকে।

গেলো কয়েক বছরের ন্যায় এবারও আসন্ন বিপিএলে ৪০ লাখ টাকার 'বি' ক্যাটাগরি থেকে মাশরাফীকে দলে নিয়েছিলো স্ট্রাইকার্স। তবে দেশের ক্রান্তিলগ্নে ছাত্রদের পক্ষে না থেকে, নীরবে হাসিনা সরকারকে সমর্থন দিয়েছেন ম্যাশ। এমন দাবিতে তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সিলেটের শিক্ষার্থীবৃন্দ।

এসময় তারা মাশরাফীর কুশপুত্তলিকা দাহ করেন। আগুন দেন তার জার্সি ও ছবিতে। আন্দোলন থেকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড থেকে তাকে বাদ দেয়ার নইলে আরও বড় পরিসরে কঠোর আন্দোলনের মিলছে হুমকি।

এদিকে আন্দোলনকারীর একজন বলেন, 'যখন আমাদের উপর গুলি চালিয়েছিল, তখন তারা দেশের কর্ণধার হলেও ফ্যাসিস্টদের সমর্থন করেছিলো। এখন যদি সিলেট তাদেরকে পুনর্বাসন করতে চায় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে তা করতে হবে। আমরা পরিষ্কার করেছি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি সিলেট নতুনভাবে না গড়ে তাহলে আমরা আরও কঠোর হবো।'

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মাশরাফী বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়। এছাড়াও সিলেট স্ট্রাইকার্সের সাড়ে ৪ কোটি টাকার শেয়ার জোরপূর্বক নেয়ার অভিযোগে সাবেক এমপি মাশরাফীর বিরুদ্ধে মামলা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী। যোগাযোগমাধ্যম ফেসবুকে অবশ্য নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল সিলেট স্ট্রাইকার্স।

ফ্র্যাঞ্চাইজিটির দাবি, মাশরাফীর দলটিতে এক শতাংশের মালিকানাও ছিল না। সঙ্গে আইনগতভাবেই বিষয়টি মোকাবিলার কথাও জানানো হয়। তবে ছাত্রদের এমন আন্দোলনের মুখে বিপিএলের অন্যতম সফল অধিনায়কের আসন্ন টুর্নামেন্টে অংশ নেয়া এখন শঙ্কার মুখে।

(ঢাকাটাইমস/১৮ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা