ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, ১৭:০২
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই অবৈধভাবে বসানো বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়েছে।

শনিবার দুপুরে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওন পুলিশ সুপার সিমা রানী সরকারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব মোরশেদ, এসআই ইসহাক মিয়া, এসআই ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, মাওনা চৌরাস্তা একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। বহু লোকের বসবাবাস এখানে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের লেন দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে পথচারী ও সাধারণ যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটানোয় হাইওয়ে পুলিশের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকা টাইমস/১৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা