ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই অবৈধভাবে বসানো বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়েছে।
শনিবার দুপুরে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওন পুলিশ সুপার সিমা রানী সরকারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
পুলিশ সুপার জানান, মাওনা চৌরাস্তা একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। বহু লোকের বসবাবাস এখানে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের লেন দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে পথচারী ও সাধারণ যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটানোয় হাইওয়ে পুলিশের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
(ঢাকা টাইমস/১৯অক্টোবর/এসএ)

মন্তব্য করুন