এইচএসসির বৈষম্যহীন ফলাফলের দাবিতে ঢাকা বোর্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৪, ১৭:০৫
অ- অ+

এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এইচএসসির সাবজেক্ট ম্যাপিং করে ফলাফলের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী।

রবিবার বেলা ১১টা থেকে বকশিবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে ওই শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এসময় তাদের সঙ্গে বেশ কয়েকজন নারী অভিভাবককেও দেখা গেছে। পরে দুপুর পৌনে ২টার দিকে ওই শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন।

শিক্ষার্থী ও অভিভাবকরা দাবি করেন, এইচএসসির প্রকাশিত ফলাফল বৈষম্যমূলক। তারা সবগুলো বিষয়ের ওপর সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল চান। এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলা হয়েছে এবং তিন ছাত্রীসহ ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।

তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, হঠাৎ করে কিছু শিক্ষার্থী বোর্ডের ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। এমনকি তারা বোর্ড চেয়ারম্যানের কক্ষেও ভাঙচুর চালান।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিতে দেখা গেছে। তারা আন্দোলনরত ওই শিক্ষার্থীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন বলেন, শিক্ষার্থীরা বোর্ডের ফটকে তালা লাগিয়ে ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছিল না। সেসময় গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে ঢুকতে চাইলে তাদের তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি হয়েছে বলে শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শিক্ষার্থী প্রতিনিধিদলের সঙ্গে কর্তৃপক্ষ আলোচনায় বসবে।

শিক্ষার্থীরা কি বলতে চায়, তা শুনে শিক্ষা মন্ত্রণালয়ে অবগত করা হবে জানিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এখানে কেউ বঞ্চিত বা বৈষম্যের শিকার হওয়ার প্রশ্নই আসে না।’

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পান ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা