পরীমনির জন্মদিন: আগের সেই ‘বিশাল আয়োজন’ নেই এবারও

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, ০৮:৫৩
অ- অ+

ঢালিউডের সবচেয়ে আলোচিত নায়িকা পরীমনি। বোট ক্লাবের ঘটনা, সাভার থানায় মামলা, দুই ব্যবসায়ীর গ্রেপ্তার, গভীর রাতে রাজধানীর দুই ক্লাবে ভাঙচুর, বাসায় র্যা বের অভিযান, মাদকসহ আটক, পরে গ্রেপ্তার, দফায় দফায় রিমান্ড, এক মাসের কারাবাস, জামিনে বের হয়ে হাতে লিখে অশ্লীল বার্তা, গোপনে বিয়ে, তারপর বিচ্ছেদ— কয়েক বছর ধরে নানা কারণে এই নায়িকা চর্চার একদম শীর্ষে।

আজ (বৃহস্পতিবার) সেই রহস্যময়ী নায়িকা পরীমনির জন্মদিন। ৩২ বছর পেরিয়ে ৩৩ বসন্তে পা দিলেন তিনি। ১৯৯২ সালের ২৪ অক্টোবর পরীমনির জন্ম হয়েছিল সাতক্ষীরায়। তার প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। পরীমনির বাবার নাম মনিরুল ইসলাম (উইকিপিডিয়ার তথ্যে শামীম আফজাল), মা সালমা সুলতানা।

মাত্র তিন বছর বয়সে নায়িকা তার মা-কে হারান। এরপর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে বড় হন তিনি। চলতি বছরের জুলাইতে সেই নানাকেও হারিয়েছেন। অভিনয় জগতে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে প্রতিটি জন্মদিনে নানা শামসুল হক গাজীকে সঙ্গে নিয়েই পরীমনিকে কেক কাটতে দেখা গেছে।

এছাড়া রাজধানীর পাঁচ তারকা হোটেলে জন্মদিনের উৎসব পালন করাটাও একটি বিশেষ রীতি বানিয়ে ফেলেছিলেন তুমুল আলোচিত ও বিতর্কিত এই নায়িকা। এক বছর হোটেল ইন্টারকন্টিনেন্টালে, এক বছর হোটেল সোনারগাঁওয়ে, আবার এক বছর হোটেল রেডিসন ব্লুতে শতাধিক মানুষকে দাওয়াত করে জন্মদিনের উৎসব পালন করতে দেখা গেছে পরীমনিকে।

তবে ব্যতিক্রম ছিল গত বছর। সে বার ঘটা করে কোনো হোটেল ভাড়া করে জন্মদিনের উৎসব পালন করেননি পরীমনি। এমনকি, জন্মদিনের কোনো আয়োজনই রাখেননি বলে সে সময় ইস্কাটনে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছিলেন নায়িকা। আগের সেই জাঁকজমকপূর্ণ জন্মদিনের আয়োজন নেই এ বছরও।

কিন্তু এও কি সম্ভব? পাঁচতারকা হোটেল ভাড়া করে, লাখ লাখ টাকা খরচা করে যে নায়িকা জন্মদিনের উৎসব পালনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, পরপর দুই বছর সেই আয়োজনে কিনা ভাটা! হ্যা, এটাই সত্যি। পরীমনি আগে ছিলেন সিঙ্গেল। এখন তিনি দুই সন্তানের মা। এদিকে হাতে কাজও কম। তাই বাড়তি খরচ করা থেকে তিনি সরে এসেছেন বলে খবর। বরং সন্তানদের ঠিকভাবে মানুষ করাই তার লক্ষ্য।

জানা গেছে, গতবারের মতো এবারও বাসায় ছোট্ট পরিসরে কেক কেটে জন্মদিন পালন করবেন পরীমনি। যদিও গতরাত ১২টার পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন জনপ্রিয় এই নায়িকা। পরীমনির সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। কাছের মানুষরা শুভেচ্ছা জানিয়েছেন এবং জানাচ্ছেন ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ!
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা