ইসরায়েলের হামলা সফলভাবে প্রতিহতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৪, ০৯:৫৯| আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১২:২৫
অ- অ+
ইসরায়েলের হামলার সময় সক্রিয় হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

ইসরায়েলের হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইরান। দেশটি বলছে, তাদের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে। তবে কিছু হামলা ঠেকাতে যায়নি, যাতে সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার ভোরে ইরানের মাটিতে ইসরায়েলি সরকারের আগ্রাসনের পর ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জনগণকে ঐক্য ও শান্ত থাকার এবং শত্রু মিডিয়ার গুজব উপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর সংশ্লিষ্ট মেহের নিউজ এজেন্সি জানায়, তেল আবিব সরকার শনিবার ভোরে তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে হামলা প্রতিহত করে। যার ফলে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানে এখন পর্যন্ত ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পস-আইআরজিসির সামরিক কেন্দ্রে কোনো হামলা হয়নি। রাজধানীর পশ্চিম ও দক্ষিণে আইআরজিসির কোনো সামরিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়নি।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলে ইরানের হামলার প্রতিক্রিয়া হিসাবে তারা ইরানের সামরিক স্থাপনার বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। এ হামলা আপাতত শেষ হয়েছে। যদি ইরান হামলা চালায় তাহলে দেশটিতে ফের হামলা চালানো হবে।

আইডিএফ ইরানে অভিযানের নাম দিয়েছে ‘অনুতাপের দিন’।

সেনাবাহিনীর মতে, ইসরায়েল থেকে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দূরের হামলায় ফাইটার জেট, রিফুয়েলার্স এবং স্পাই প্লেনসহ কয়েক ডজন ইসরায়েলি বিমান অংশ নেয়।

জটিল এই অপারেশনের পর সব বিমান নিরাপদে ইসরায়েলে ফিরে এসেছে।

ঢাকাটাইমস/২৬অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা