বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৪, ২২:১৯
অ- অ+

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক পিলখানার বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিনুলকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন মিরহাজিরবাগ এলাকায় র‌্যাব-৪ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিন রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০০৯ সালে ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় গ্রেপ্তার হয় আমিনুল। পরবর্তীতে আদালত মামলার বিচারকার্য সম্পন্ন করতে আসামি আমিনুলসহ অসংখ্য আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। এরপর থেকে কাশিমপুর কারাগারে ছিলেন তিনি। কিন্তু গত ৬ আগস্ট দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত সংকট পূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে আমিনুলসহ কারাগারের ভেতরে থাকা বেশ কয়েকজন কারাবন্দিরা মিলে পরস্পর যোগসাজশে কারাগারে ভাঙচুর এবং কারারক্ষীদের মারধর ও জিম্মি করে কারাগার থেকে পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আজ দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। (ঢাকাটাইমস/২৬অক্টোবর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের
হলি আর্টিজানের ঘটনায় ডিএমপি কমিশনারের বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন হয়েছে : মুখপাত্র
নোবিপ্রবিতে ছাত্রী হলে পুরুষ স্টাফ দিয়ে রুমে তল্লাশি, বিক্ষোভ
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা অনুষ্ঠিত 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা