এলডিপির নতুন চেয়ারম্যান সেলিম, মহাসচিব টিটু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪, ১৫:১৭| আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৫:৩৯
অ- অ+

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি– এলডিপির পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান করা হয়েছে শাহাদাত হোসেন সেলিমকে।

এছাড়া সৈয়দ ইব্রাহিম রওনককে সিনিয়র ভাইস চেয়ারম্যান, তমিজ উদ্দিন টিটুকে মহাসচিব, এম এ বাসারকে অতিরিক্ত মহাসচিব এবং মহিনউদ্দীন আহাম্মদকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়েছে।

রবিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ এলডিপির প্রতিনিধি সভায় নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

দলটির আগের চেয়ারম্যান আবদুল করিম আব্বাসী দীর্ঘদিন অসুস্থ থাকায় তার অনুমতিক্রমে এলডিপির কমিটি ঘোষণা করেন শাহাদাত হোসেন সেলিম। কমিটিতে আবদুল করিম আব্বাসীকে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির নেতা এম এ বাসার, সাকি এনামুল হক, মহিউদ্দিন আহাম্মদ, বাংলাদেশ এলডিপির যুবদলের আহ্বায়ক এস এম ফয়সাল, মহিলা দলের আহ্বায়ক নিলা শেখসহ সহস্রাধিক নেতাকর্মী।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ ১ জন গ্রেপ্তার
নির্মম ঘাতক বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার কৌশল, বজ্রপাত নিরোধক প্রাণহানি কমাবে!
ঢাকা থেকে ওড়ার পরই তার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আগুন
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় মামলা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা