আসন্ন আফগানিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, ১৮:১৪
অ- অ+

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজ শেষ করেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাাচের ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা এখন সবখানেই।

ভারতের বিপক্ষে টেস্টে সিরিজ চলাকালীন হঠাৎ করেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে তার চাওয়া যেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে পারেন।

তবে নিরাপত্তা শঙ্কার কারণে বাঁহাতি অলরাউন্ডারকে দেশে আসতে অনুৎসাহিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত মিরপুরে আর খেলা হয়নি সাকিবের।

সাকিব ক্যারিয়ারের সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বিশ্বকাপেই। ভারত সফরে থাকাকালীন কানপুর টেস্টের আগে এই ঘোষণা দিয়েছিলেন তিনি। সে সময় দুই ফরম্যাটে (টেস্ট ও টি-টোয়েন্টি) অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে কথা বলেছিলেন বাংলাদেশের দলের সাবেক এই অধিনায়ক।

সে হিসেবে আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা সাকিবের। এমনকি পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা টাইগার ক্রিকেটারের।

কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ঘনিয়ে আসলেও সাকিবের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। যে কারণে আফগানদের বিপক্ষে সাকিব এখন অনিশ্চিত।

এ বিষয়ে জানতে আজ সোমবার সাকিবের সঙ্গে যোগাযোগ করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’। বাঁহাতি অলরাউন্ডার ক্রিকবাজকে জানান, তার সঙ্গে এ বিষয়ে এখনো কোনো আলোচনা করেনি বিসিবি।

সাকিব বলেন, ‘আমি কীভাবে বলবো (আমি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলবো কি না)। বিসিবির এটা নিয়ে কথা বলা উচিত।’

ক্রিকবাজ জানতে পেরেছে, আফগানিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে কোনো আপত্তি নেই সাকিবের। তিনি পুরোপুরি প্রস্তুত আছেন। যদিও অনেকে মনে করছেন বিদেশ থাকা অবস্থায় সরাসরি সাকিবকে দলে নেওয়া ভালো সিদ্ধান্ত হবে না।

বিসিবির নির্বাচক প্যানেল ক্রিকবাজকে জানিয়েছে, সাকিবকে দলে নেওয়া হবে কিনা, সেটা তারা জানেন না। বিসিবির উচ্চ পর্যায় থেকেও এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।

(ঢাকাটাইমস/২8 অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার
পুলিশ সংস্কারে অবশ্য করণীয় কিছু বিষয়, যা আমাদের দৃষ্টিগোচর হয়নি!
বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে জনগণ উচিত জবাব দেবে: কর্নেল অলি
মা-শিশুকে এসিড মেরে চেইন ছিনতাই, সেই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা