মমতাজসহ আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, ১৫:২২| আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৫৮
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুরে আড়াই বছর আগে বিএনপির এক নেতার বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় মানিকগঞ্জ- আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনকে আসামি করে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বাদী হয়ে মামলাটি করেন বিএনপির হরিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান দুলাল।

এই মামলার সূত্রে বুধবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ (৫৫), কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ (৫৮), কালই গ্রামের নিত্য সরকার (৪৫) মতিয়ার রহমান মতি (৬৫)

বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে থানা সূত্রে জানা যায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর মেয়ে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বয়ড়া গ্রামের বাসভবনে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের বক্তব্য চলাকালে আওয়ামী লীগ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। সময় ককটেল বিস্ফোরণসহ গুলিবর্ষণ করা হয়। দেশি অস্ত্র, লোহার রড, বাটাম, হকিস্টিক, চাপাতি লাঠি দিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর এবং জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাড়িঘর ভাঙচুর করা হয়।

মামলায় জেলা উপজেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারাসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, হামলার ঘটনায় মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্য আসামিদের গ্রেপ্তার করা হবে।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা