দীপাবলি উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার সকালে আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ডিরেক্টর মামুন কবীর তরফদার।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ জানান, দীপাবলি উপলক্ষে সকাল থেকেই বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে সকল কার্যক্রম চলমান রয়েছে। তবে শনিবার থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, বেনাপোল বন্দরে আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদার জানান, দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটির কারণে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। এ বিষয়ে তারা আমাদের একটি চিঠি দিয়েছেন। শনিবার (২ নভেম্বর) সকাল থেকে পুনরায় দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
(ঢাকা টাইমস/৩১অক্টোবর/এসএ)

মন্তব্য করুন