বগুড়ায় স্ত্রী হত‌্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ১৫:৩১| আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৬:১৫
অ- অ+

বগুড়ায় স্ত্রী হত‌্যার দায়ে চাঁন মিয়া নামে এক ব‌্যক্তিকে মৃত‌্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক জালাল উদ্দিন এ রায় দেন৷

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন।

দণ্ডপ্রাপ্ত চাঁন মিয়া শাজাহানপুর উপজেলার মানিকদীপা পদ্মপাড়া গ্রামের চুন্নু মিয়ার ছেলে।

পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর ভোর রাতে শোবার ঘরে চাঁন মিয়ার সঙ্গে তার স্ত্রী ফুলবানুর ঝগড়া হয়। এক পর্যায়ে চাঁন মিয়া তার পরনে থাকা গেঞ্জি দিয়ে ফুলবানুর গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর ফুলবানুর পরনে থাকা শাড়ি দিয়ে ঘরের তীরের সাথে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান। এর পরদিন ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ চাঁন মিয়াকে আটক করে। ওই দিনই ফুলবানুর বাবা থান‌ায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ চাঁন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান। চাঁন মিয়া আদালতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। এরপর শাজাহানপুর থানার তৎকালীন এসআই আব্দুর রাজ্জাক আসামি চাঁন মিয়াকে অভিযুক্ত করে চার্জশিট দেন। সেই চার্জশিট দাখিলের পর দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

তিনি আরো জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/৩১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা