ভূমি অফিস স্থানান্তর না করার আহ্বান পাটকেলঘাটা সমিতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৪, ১৯:৪৭| আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২১:২৪
অ- অ+

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ভূমি অফিস স্থানান্তর না করার দাবি জানিয়েছে ঢাকাস্থ পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি।

শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সংগঠনের এক জরুরি সভা থেকে এই আহ্বান জানানো হয়।

ঢাকাস্থ পাটকেলঘাটা সমিতির নেতারা জানান, সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা সদরে অবস্থিত উপজেলা ভূমি অফিসের কার্যক্রম চলে আসছে ১৯৫৮ সাল থেকে। স্বাধীনতারও আগে স্থাপিত এসিল্যান্ড অফিসটি ১২টি ইউনিয়নের মানুষের ভূমিসংক্রান্ত সেবা দিয়ে আসছে।

সাতক্ষীরা জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র এই পাটকেলঘাটা বাজারে ১২টি ইউনিয়নের জনসাধারণের যাতায়াত সুবিধাসহ অন্যান্য সব সুযোগ-সুবিধা থাকায় সবাই পাটকেলঘাটায় ভূমি অফিসে সেবা নিতে অভ্যস্ত। সম্প্রতি ভূমি অফিসটি পাটকেলঘাটা থেকে তালায় স্থানান্তরের উদ্যোগের কথা জানা যায়।

এতে উদ্বিগ্ন স্থানীয় জনগণ। তাদের পক্ষ থেকে ঢাকাস্থ পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি ভূমি অফিসটি পাটকেলঘাটা থেকে না সরানোর জন্য জেলা প্রশাসক বরাবর জোর দাবি জানায়।

আলোচনায় অংশ নিয়ে সমিতির সভাপতি বলেন, ‘ভূমি অফিসটি আমাদের জন্ম থেকেই পাটকেলঘাটায় দেখে আসছি। আমরা এসিল্যান্ড অফিস পাটকেলঘাটায় বিদ্যমান থাকার জোর দাবি জানাই। তার জন্য আমরা ডিসি মহোদয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত আবেদন/ স্মারকলিপি দেব।’ তিনি পাটকেলঘাটাবাসী এবং স্থানীয় সাংবাদিক জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার জন্য।

সমিতির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের সঞ্চালনায় জরুরি সভায় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি শেখ রুহুল আমিন আকাশ, সহসভাপতি মো. তুহিনুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম হাফিজুর রহমান প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন সহসভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি আমিরুল ইসলাম মধু, অর্থ সম্পাদক গাজী মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার শেখ হুমায়ুন কবির, মো. মুকিদুজ্জামান, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, আব্দুল কাদির জিলানী, আলমগীর কবীর, মো. শহিদুল ইসলাম, আবু মুসা আল রাহী, মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা বেগম, প্রচার সম্পাদক সাঈদ হাসান।

(ঢাকাটাইমস/১নভেম্বর/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব’ 
রাঙ্গাবালীতে নিখোঁজের ১১ দিন পর ঝোপঝাড়ে থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা