এখনই নির্বাচনী রূপরেখা প্রকাশ করতে হবে: ডা. তাহের

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৪, ২০:১০
অ- অ+

এখনই আগামী নির্বাচনের রূপরেখা প্রকাশ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি নির্বাচনী রূপরেখা ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার ( নভেম্বর) সকালে সুয়াগাজী টিএ হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান জামায়াত নেতা।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, দেশে আজ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করে যত শিগগির সম্ভব একটি নির্বাচন দিতে হবে উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আমি মনে করি এখনই নির্বাচনী রূপরেখা প্রকাশ করতে হবে। এবং সেই রূপরেখা ঘোষণার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই।’

এ সময় সৈয়দ আবদুল্লাহ তাহের আরও বলেন, ‘স্বৈরাচার ফ্যাসিবাদ যেন আর বাংলাদেশে ফিরে আসতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে আমাদের। সামাজিকভাবে তাদের বয়কট করতে হবে। তারা যেন আর সূর্যের আলোতে আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। আর জন্য যত দ্রুত সম্ভব সব অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।’

আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে ইউনিয়ন-গ্রাম পর্যন্ত সব নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল মন্তব্য করে এই সাবেক সংসদ সদস্য বলেন, ‘দুই-একজন যদি ভালো থেকে থাকে তাহলে তাদের সাধুবাদ জানাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলব সব দুর্নীতিবাজের বিচার নিশ্চিত করুন, সে যে দলেরই হোক।’

নায়েবে আমির আরও বলেন, ‘আমরা আরেকবার স্বাধীনতা পেয়েছি, কিন্তু ষড়যন্ত্র থেকে মুক্ত হইনি।’

জামায়াতে ইসলামী সদর দক্ষিণ উপজেলা আমির মো. মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মিসমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. আব্দুর রব, কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মো. লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ কে এম ছরওয়ার উদ্দিন সিদ্দিকী।

জামায়াতে ইসলামি সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা মো. ওমর ফারুকের সঞ্চালনায় সমাবেশে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্তরের নেতারাও বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/১নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি ভৈরবে গ্রেপ্তার
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী আজ
বিশ্বে প্রথম সুপার ফুড খেজুরের কোমল পানীয় মিলাফ কোলা এখন বাজারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা