চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৪, ১৩:৩৩| আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৩:৫৬
অ- অ+

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় প্রজনন রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ১২ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এদের মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা, ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

শুক্রবার রাত ১০টায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ. এম. ইকবাল।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন– একরাম মোল্লা (১৮), নাজমুল হাসান (২০), শহর আলী (১৯) ও জুম্মান হাওলাদার (১৯)।

নিয়মিত মামলার আসামিরা হলেন– রাজু ছৈয়াল (২২), মো. মাইনুদ্দিন (৩৮), মো. কাশেম বকাউল (৪৫), মো. আলমগীর গাজী (২৪), মো. মুছা কালিমুল্লাহ (২৫)। মুচলেকা রেখে ছেড়ে দেয়া কিশোর জেলেরা হলো– মো. সাকিব ছৈয়াল (১৫), মো. হাবিব ছৈয়াল (১৬) ও মো. নাইম হোসেন (১৩)।

নৌ পুলিশ জানায়, টাস্কফোর্সের সহযোগিতায় নৌ পুলিশ (৩১ অক্টোবর) দিনগত রাত থেকে শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দেড় লাখ মিটার কারেন্টজাল, মা ইলিশ ৪২ কেজি ও ৩টি পুরাতন মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ. এম. ইকবাল বলেন, জব্দকৃত নৌকা ও কারেন্টজাল মামলার আলামত হিসেবে রয়েছে। জব্দকৃত ইলিশ মাছ গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/০২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা