চবিতে মেয়েদের হলে ভিডিও করতে গিয়ে টিকটকার আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৪, ১০:০৭
অ- অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলে প্রহরীর চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে গোপন ক্যামেরায় মেয়েদের ভিডিও করার অভিযোগে এক যুবকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। যুবকের নাম আব্দুর রহিম।

শনিবার দুপুর ২টার দিকে শেখ হাসিনা হল থেকে বের হওয়ার সময় সিকিউরিটি গার্ডের কাছে ধরা পড়েন ওই যুবক।

অভিযুক্ত আব্দুর রহিমের বাসা নোয়াখালী জেলায়। সেখানকার স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তিনি। আটকের সময় তার কাছ থেকে ৯টি সিম উদ্ধার করা হয়।

জানা যায়, শেখ হাসিনা হলের প্রহরী মোটরের সুইস অন করতে হলের ভেতরে যাওয়ার ফাঁকে হলের মধ্যে প্রবেশ করেন অভিযুক্ত আব্দুর রহিম। পরে হলের দ্বিতীয় তলায় উঠে বুক পকেটে ক্যামেরা অন করে ভিডিও করতে থাকেন তিনি।

এ সময় হলের কয়েকজন মেয়ের সন্দেহ হলে তাকে জিজ্ঞেসবাদ করার এক পর্যায়ে ভিডিও করার বিষয়টি সামনে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দিলে তাকে হল থেকে আটক করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে তৎক্ষনাৎ হলে গিয়ে ওই যুবককে আটক করি।

তিনি বলেন, ‘এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও ইমেজের জন্য হুমকিস্বরূপ। অভিযুক্ত যুবকের বাবা-মায়ের তত্ত্বাবধানে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিন্ধান্ত হয়েছে।’

(ঢাকাটাইমস/০৩নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা