সাবেক ক্রীড়ামন্ত্রী পাপনের পিএ সাখাওয়াতসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৪, ১২:০২| আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৪:৫২
অ- অ+

সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারী (পিএ) সাখাওয়াত মোল্লাসহ (৫২) দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যজনের নাম আব্দুল হেকিম রায়হান (৫২)।

র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার আব্দুল হাই চৌধুরী গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৯ জুলাই দুপুরে কিশোরগঞ্জের ভৈরবের লক্ষ্মীপুর এলাকায় এবং একইদিন বিকালে ভৈরবের কমলপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে কতিপয় দুষ্কৃতকারী হামলা করে এবং এতে বেশ কিছু লোক আহত হয়।

এ ঘটনায় মামুন মিয়া (৩১), রুবেল মিয়া (৩২) এবং আলম সরকার (৪২) বাদী হয়ে কিশোরগঞ্জের ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন।

শনিবার বিকালে র‌্যাব-১, ঢাকা এবং র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই আসামি পাপনের পিএ সাখাওয়াত মোল্লা ও আব্দুল হেকিম রায়হানকে গ্রেপ্তার করে।

আব্দুল হাই চৌধুরী জানান, ‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।’

(ঢাকাটাইমস/৩নভেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা