ফুলপুর পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি শশধর সেনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রবিবার রাত ৩টার দিকে মোমেনশাহী সেনানিবাসের (২১ ইবি) ক্যাপ্টেন রিফায়াতের নেতৃত্বে যৌথবাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগরীর বাউন্ডারি রোড এলাকায় তার নিজ বাসা থেকে শশধরকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘যৌথ বাহিনী সাবেক মেয়রকে রাতে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে সংশ্লিষ্ট ফুলপুর থানায় হস্তান্তর করেছি। সেখানে তার বিরুদ্ধে গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফুলপুর উপজেলায় প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।’
প্রসঙ্গত, শশধর সেন গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফুলপুর পৌরসভার মেয়র হয়েছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।
(ঢাকা টাইমস/০৩নভেম্বর/এসএ)
মন্তব্য করুন