ইজতেমা: তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ১০:৪১| আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:১০
অ- অ+
ফাইল ছবি

আগামী বছরের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এবার ইজতেমাকে নির্বিঘ্ন করতে তাবলিগের দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসলেন তিনি।

প্রতি বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্টিত হয় বিশ্ব ইজতেমা। গত কয়েক বছরের মতো এবারও সেই ইজতেমাকে কেন্দ্র করে তাবলীগ জামায়াতের জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বৈঠক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হয়েছে। তাবলীগ জামাতের দুই পক্ষকে নিয়ে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

প্রতি বছর দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেন। এছাড়া সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকেও অনেক মুসল্লি ইজতেমায় অংশ নিতে আসেন।

তাবলিগ জামাতের বিরোধের কারণে কয়েক বছর ধরে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। সবশেষ গত বছরও প্রথম পর্বে শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন অনুসারী মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নেন।

তবে এবার দুই পর্বে না করে একত্রে ইজতেমা করতে চায় অন্তর্বর্তী সরকার। গত ২২ অক্টোবর আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে সরকারের সে লক্ষ্য পূরণ হবে কিনা, তা আজকের বৈঠকের পরই জানা যাবে।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা