চলতি মাসেই মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল, কবে কোথায় খেলা
দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছে ২০২৪ সাল। চলতি বছরে শেষবারের মতো মাঠের খেলায় দেখা যাবে আন্তর্জাতিক দলগুলোকে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসে দুটি ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। অন্যদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও খেলবে দুই ম্যাচ। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভিন্ন ভিন্ন দলের মুখোমুখি এই দুই দল।
সবশেষ গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিজেদের মাঠে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। তার আগের ম্যাচে অবশ্য ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় চলতি মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে খেলবে মেসির দল। ১৫ নভেম্বর (শুক্রবার) ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পরের ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর ৬টায় পেরুর বিপক্ষে খেলবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
আর্জেন্টিনা ও প্যারাগুয়ের সবশেষ ছয় বারের দেখায় আলবিসেলেস্তেরা জিতেছে দুটিতে। একটি ম্যাচে জয় পেয়েছে প্যারাগুয়ে ও তিনটি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল গত বছরের অক্টোবরে। সেই ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে।
সব মিলিয়ে পেরুর বিপক্ষে ১৪ ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে। চলতি বছরের জুনে কোপা আমেরিকায় দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল মেসিরা।
অন্যদিকে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল সবশেষ ম্যাচটি খেলেছিল গত মাসে পেরুর বিপক্ষে। সেই ম্যাচে তাদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।
ভেনেজুয়েলার বিপক্ষে এ পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছে সেলেসাওরা। তার মধ্যে ৯টিতেই জিতেছে ব্রাজিল, একটি ম্যাচ জিতেছে ভেনেজুয়েলা এবং বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে। গত বছরের অক্টোবরে সর্বশেষ মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছিল ভেনেজুয়েলা।
চলতি বছরের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। টাইব্রেকারে সেই ম্যাচে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল উরুগুয়ে।
এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয়, দুটি হার ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে পাঁচটি জয়, চার ম্যাচ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল।
১০ ম্যাচ খেলে ৩ জয়, চারটি ড্র ও তিন ম্যাচ হেরে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে প্যারাগুয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে মাত্র একটি ম্যাচ জিতেছে পেরু। ৬ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ৯ নম্বরে। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে ভেনেজুয়েলা। উরুগুয়ে আছে তিন নম্বরে। ১০ ম্যাচে ৪টি করে জয় ও ড্র এবং দুটি হারে তাদের পয়েন্ট ১৬।(ঢাকাটাইমস/ ০৪ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন