অসুস্থ হয়ে ঢামেকে সাবেক মন্ত্রী শাজাহান খান, সিসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ১৭:৪৯| আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৮:২৮
অ- অ+

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অসুস্থ সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালটির সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল ৫টা ২০ মিনিটের দিকে শাহজাহানকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।

ঢামেকের চিকিৎসক ডা. তৌকির আহামেদ বলেন, ‘শাহজাহান খানের ইসিজি করা হয়েছে। উচ্চ রক্তচাপ পাওয়া গেছে। এমনিতেই তার ডায়াবেটিস ও হার্টের সমস্যা রয়েছে। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠানো হয়। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ভর্তির রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

যাত্রাবাড়ীর থানার একটি হত্যা মামলায় ডিবি কার্যালয়ে তিন দিনের রিমান্ডে ছিলেন শাজাহান থান।

শাজাহান খানের রিমান্ড আনা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাহিদ জানান, বিকাল সাড়ে তিনটার দিকে ডিবি অফিসে অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসি। পরে চিকিৎসা দিয়ে ইসিজি অন্যান্য পরীক্ষা করার জন্য নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। পরে তাকে তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/এলএম/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রশাসক নিয়োগ দিয়ে বায়রার নির্বাচন করতে হাইকোর্টের নির্দেশ
ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া
ঢাকা-মাওয়া মহাসড়কে গুলিতে নিহত তরুণীর প্রেমিক গ্রেপ্তার
শ্রীপুরে অজ্ঞাত গাড়িচাপায় নারী শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা