‘লালবাগ মাদরাসার সাথী’ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ২০:২৬
অ- অ+

‘লালবাগ মাদরাসার সাথী’ ব্যানারে এক পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।

রবিবার সকাল থেকে দিনব্যাপী রাজধানীর আদাবরের মাহাদুল উলুমিল কোরআনে এ অনুষ্ঠান হয়।

এই ব্যানারের মূলত রাজধানীর জামেয়া কোরআনিয়ায় (লালবাগ মাদ্রাসা) ১৯৮১ সালের এবতেদায়ী আউয়ালের যে ব্যাচটি ১৯৮৬ কাফিয়ায় পড়েছেন, তাদের নিয়ে গঠিত।

মাওলানা কামরুল ইসলামের প্রতিষ্ঠিত মাহাদুল উলুমিল কোরআনে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন মাওলানা ওয়ালিউল্লাহ শিবলি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি জহিরুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন মাওলানা জোবায়ের আশরাফ।

প্রায় ৪০ বছর পর সাবেক সহপাঠী ও বন্ধুদের এ জমায়েতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ৬০ ছুঁই ছুঁই এ আলেমরা লালবাগ মাদরাসার সেই স্মৃতিময় দিনগুলোতে হারিয়ে যান। এ অনুষ্ঠানে উপস্থিত সবাই নিজের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন।

এ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন- মাওলানা কামরুল ইসলাম, মাওলানা রিজওয়ান আহমেদ, মাওলানা বশীর আহমেদ, মাওলানা জাকারিয়া, ক্বারি মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা শফিক, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাইফ উদ্দিন, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা গোলাম মোর্শেদ, মাওলানা আলতাফ হোসেন, মাওলানা যাকারিয়া, মাওলানা উবায়দুল্লাহ, সালাহ উদ্দীন মামুন, মাওলানা লিয়াকত আমিনী, হাফেজ হাকিম আইয়ূব আলী, হাফেজ আব্দুর রব প্রমুখ।

(ঢাকা টাইমস/০৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক
খুলনায় ট্যাংক লরি উল্টে দুই নারী নিহত
আন্তঃজেলা বাসে ডিএনসির অভিযান, সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা