টাঙ্গাইলে স্কুল শিক্ষকের আত্মহত্যা 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৪:৫৫| আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৫:০৬
অ- অ+

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে নুরুল ইসলাম (৫৫) নামে এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকালে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাতে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষক নূরুল ইসলাম উপজেলার কৈয়াদী গ্রামের আমজাদ আলীর ছেলে। তিনি উপজেলার দারিপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, জেনেছি তার বিরুদ্ধে একটি অভিযোগের বিষয়ে তদন্ত চলছিল। হয়তো সেই ঘটনায় আত্মসম্মান হারানোর ভয়ে সোমবার রাতের কোনো এক সময়ে নিজ ঘরে আত্মহত্যা করতে পারেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

উল্লেখ্য, শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তার কথা ও নানা ধরনের কু-প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয়ভীতি দিতো বলে অভিযোগ তোলা হয়। এ নিয়ে প্রতিকারের জন্য গত ২৭ আগস্ট মঙ্গলবার তার পদত্যাগ ও বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসব বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল।

(ঢাকা টাইমস/০৫নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের স্বর্ণজয়ী শ্যুটার সৈয়দা সাদিয়া সুলতানা আর নেই
সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখায় গ্রাহক সমাবেশ
সাউথইস্ট ব্যাংকের আইএসও ২০০২২ ট্রানজিশন এবং সুইফট নিরাপত্তা বিষয়ক কর্মশালা
প্রশ্নফাঁসের অভিযোগ ওঠা রেলের সেই উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা