নতুন ধর্ম সচিব আফতাব হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৭:১৬
অ- অ+

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেলেন এ.কে.এম আফতাব হোসেন প্রামাণিক। বর্তমানে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ.কে.এম আফতাব হোসেন প্রামাণিককে সচিব পদে পদোন্নতি দেওয়া হলো। তাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২৪ জানুয়ারি এক প্রজ্ঞাপনে আফতাব হোসেনকে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান করা হয়। সেসময় তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

আফতাব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মসম্পাদনে নিয়মানুবর্তিতা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে শুদ্ধাচার পুরস্কার পান তিনি।

ঢাকাটাইমস/০৫নভেম্বর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা