নতুন ধর্ম সচিব আফতাব হোসেন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেলেন এ.কে.এম আফতাব হোসেন প্রামাণিক। বর্তমানে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ.কে.এম আফতাব হোসেন প্রামাণিককে সচিব পদে পদোন্নতি দেওয়া হলো। তাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২৪ জানুয়ারি এক প্রজ্ঞাপনে আফতাব হোসেনকে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান করা হয়। সেসময় তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।
আফতাব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মসম্পাদনে নিয়মানুবর্তিতা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে শুদ্ধাচার পুরস্কার পান তিনি।
ঢাকাটাইমস/০৫নভেম্বর/এসএস/ইএস

মন্তব্য করুন