ট্রাম্প-কমলার লড়াইয়ের মধ্যেই চলছে গুরুত্বপূর্ণ আরও দুই ভোট

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ২১:০৫
অ- অ+

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপশি আমেরিকায় চলছে গুরুত্বপূর্ণ আরও দুই ভোট। প্রেসিডেন্ট পদের পাশাপাশি আইনসভার সদস্যদেরকেও বেছে নেবেন মার্কিন নাগরিকরা। আর তাই ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের লড়াইয়ের পাশাপাশি জমে উঠেছে উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ভোট।

আমেরিকায় নতুন কোনো আইন পাস করাতে গেলে এই দু’টি কক্ষের অনুমোদন প্রয়োজন। তবে এ ক্ষেত্রে সিনেটের গুরুত্ব বেশি। বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পাশাপাশি প্রেসিডেন্ট-সহ গুরুত্বপূর্ণ পদে জয়ী প্রার্থীদের নিয়োগপত্র সুপ্রিম কোর্ট পেশ করে সিনেট। হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটের ভোট প্রেসিডেন্ট নির্বাচনের থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়।

বর্তমানে রিপাবলিকানদের দখলে থাকা হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের মোট আসন সংখ্যা ৪৩৫টি। প্রতি দু’বছর পরপর সব ক’টি আসনে ভোট হয়। এখন ট্রাম্পের দলের হাতে রয়েছে ২২০টি। কমলার দলের দখলে ২১২। তিনটি আসন শূন্য। সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ২১৮। অন্য দিকে, সিনেট সংখ্যাগরিষ্ঠতা পেতে চায় ৫১টি আসনে। ডেমোক্র্যাট সিনেটরের সংখ্যা ৪৭ হলেও চার স্বতন্ত্র প্রার্থীর সমর্থন তাদের দিতে। রিপাবলিকান সিনেটর রয়েছে ৪৯ জন।

সিনেটের ভোট প্রক্রিয়া থেকে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ভোট কিছুটা আলাদা। এখানে এক বার ভোটে জিতলে ছ’বছরের মেয়াদ থাকে। সিনেটের মোট আসনসংখ্যা ১০০টি। আমেরিকার প্রতিটি প্রদেশে দু’জন করে সিনেটর নিযুক্ত থাকেন। সেই হিসেবে মোট ৫০টি প্রদেশে ১০০টি আসনের সবগুলিতে অবশ্য একসঙ্গে ভোট হয় না। প্রতি দু’বছর পরপর এক তৃতীয়াংশ আসনে ভোট হয়। এবার ভোট হবে ৩৪টি আসনে। সাধারণত নির্বাচনের রাতেই হাউসের ভোটের ফল ঘোষণা হয়ে যায়। আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ ১০০ সদস্যের সিনেটের ৩৪টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫ আসনের সবক’টির নির্বাচন হচ্ছে এই দফায়।

উল্লেখ্য, ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান পার্টির মতো প্রধান এই দুই দলের বাইরেও আমেরিকায় আরও কিছু রাজনৈতিক দল রয়েছে। সেগুলোর মধ্যে লিবার্টারিয়ান, গ্রিন, ইন্ডিপেনডেন্ট পার্টি। তারাও কখনো কখনো প্রেসিডেন্ট পদে প্রার্থী ঘোষণা করে থাকে।

ঢাকাটাইমস/০৫নভেম্বর/আরএইচ/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছয় বিভাগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী
পাংশায় কৃষকদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ
লাখাইয়ে শ্মশান কালী পূজায় বিএনপি নেতৃবৃন্দ 
পাচার হওয়া টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে সরকার: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা