আফগানিস্তানের কাছে বড় হারের পর যা বললেন শান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ১০:৩০
অ- অ+

হারের বৃত্তে বন্দী হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কোনো ভাবেই যেনো হারের বৃত্ত ভাঙতে পারছেন না তারা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ হারের পর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৯২ রানে হেরেছে বাংলাদেশ।

বুধবার (৬ নভেম্বর) শারজাহতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। অথচ ২ উইকেট হারিয়েই ১২০ রান তুলে ফেলেছিল টাইগাররা। এরপর আল্লাহ গজনফরের স্পিনের মায়াবী ফাঁদে পা দিয়ে আর মাত্র ২৩ রান তুলতেই বাকি ৮ উইকেট হারায় শান্তর দল। ফলে ৯২ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের।

এমন হারের পর শান্ত জানান, তার উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। টাইগার দলপতি বলেন, ‘আমার উইকেটটা পার্থক্য গড়ে দিয়েছে। আমি সেট ব্যাটার ছিলাম। মিরাজ, সৌম্যদের ক্ষেত্রে ব্যাপারটা একই। এমন কন্ডিশনে আপনাকে লম্বা সময় ব্যাটিং করতে হবে।’

বাংলাদেশের ইনিংস হঠাৎ ধসে পড়ে ১৮ বছর বয়সী স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারের স্পিনে। মাত্র ২৬ রানে ৬ উইকেট শিকার করেছেন তিনি। ম্যাচসেরা হওয়ার দিনে শিকার করেছেন মিরাজ, মুশফিক, রিশাদ, তাসকিনকে। আফগান স্পিনারের প্রশংসার পাশাপাশি পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকারের কথাও বলেছেন শান্ত।

তিনি বলেন, ‘আফগানিস্তান সবসময় রহস্যময় স্পিনারে ভরা। তারা সবাই ভালো বোলিং করেছে, বিশেষ করে গাজানফার। আমাদের প্রস্তুতি খুবই ভালো ছিল কিন্তু দিনটা আমাদের নয়। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’

বোলিংয়েও বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল। মাত্র ৭১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল আফগানরা। হাসময়তউল্লাহ ও নবি ১০৪ রানের জুটিতে সেখান থেকে দলকে টেনে তোলেন। শেষের দিকে নাঙ্গোলিয়া খারাটের ক্যামিও বাড়িয়েছে আফগানিদের রান। শান্তর মতে, অ্যাগ্রেসিভ বোলিং করতে যাওয়ার কারণেই শেষের দিকে কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।

তিনি বলেন, ‘আমাদের শুরুটা ভালো হয়েছিল। প্রথম ১৫-২০ ওভারে আমরা দারুণ বোলিং করেছিলাম। মাঝের সময়ে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। নবি দারুণ ব্যাটিং করেছে। আমার মনে হয় না আমাদের আক্রমণ (বোলিং) প্রয়োজন ছিল। উইকেটে বাউন্স কম ছিল।’

(ঢাকাটাইমস/০৬ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা