আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে হতাশ সাবেক অধিনায়ক বুলবুল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ১৬:২৪
অ- অ+

ফরম্যাট, ভেন্যু কিংবা প্রতিপক্ষ বদলালেও বদলায় না বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্র। যার ফলে একের পর এক ম্যাচে হারের তিক্ত স্বাদ পাচ্ছে বাংলাদেশ। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হওয়ার পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস ছিল সবার। তবে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

বুধবার (৬ নভেম্বর) শারজাহতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। অথচ ২ উইকেট হারিয়েই ১২০ রান তুলে ফেলেছিল টাইগাররা। এরপর আল্লাহ গজনফরের স্পিনের মায়াবী ফাঁদে পা দিয়ে আর মাত্র ২৩ রান তুলতেই বাকি ৮ উইকেট হারায় শান্তর দল। ফলে ৯২ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের।

খেলায় জয়-পরাজয় থাকবে। তবে আফগানিস্তানের বিপক্ষে এবারের হারটা কোনোভাবেই মানতে পারছেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের সার্বিক পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক।

অনেক দিন ধরেই আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করা বুলবুল বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে। মাঠে বসেই দেখেছেন বাংলাদেশের নাটকীয় পরাজয়।

খেলা দেখে চরম হতাশ হয়ে ফিরে যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবেক অধিনায়ক বুলবুল লিখেছেন, ‘ছয় বছর পর আজকে শারজাহতে আফগানিস্তান বোর্ডের আমন্ত্রণে গিয়ে মাঠে বসে বাংলাদেশ দলের ম্যাচ দেখলাম। জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি। সবকিছুই যেন ক্লান্ত দেখাচ্ছিল—শরীরী ভাষা, বলের প্রতি মনোযোগ, প্রি-বল রুটিন, পুরোটা মিলিয়ে পরিকল্পনা খুবই দুর্বল মনে হয়েছে। আশা করি আমরা খুব শীঘ্রই এই অবস্থার উন্নতি করতে পারব।’

এছাড়া বাংলাদেশের ঘন ঘন কোচ পরিবর্তনেরও সমালোচনা করেছেন বুলবুল। গণমাধ্যমকে তিনি বলছিলেন, ‘আমি কোচ পরিবর্তন করার পক্ষে না। কেননা কোচ পরিবর্তন করা মানে একজন ডাক্তার পরিবর্তন করা। একটা কোচ তার প্লেয়ারদের শুধু স্কিল নিয়ে কাজ করে না। প্লেয়ারদের সাইকোলজি নিয়েও কাজ করে। ঘনঘন কোচ পরিবর্তন একটা দলের জন্য অবশ্যই ক্ষতিকর ব্যাপার। এখানে পারফরম্যান্সের একটা বড় ঘাটতি হয়।’

বুলবুল আরও বলেন, ‘জাতীয় দলে যারা কোচ হয় তারা কিন্তু স্কিল শেখায় না, ট্যাকটিস শেখায় না। তারা কাজ করে মানসিক অবস্থা নিয়ে। এখানে ভাষা একটা বড় ব্যাপার, সংস্কৃতি একটা বড় ব্যাপার। আর যদি নতুন কোচ বারবার পরিবর্তন হতে থাকে এতে কোনো উপকার হয় না, অপকারই হয়।’

(ঢাকাটাইমস/ ০৬ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা