বর্তমান ক্রিকেট বোর্ড কোনরকমে চলছে, পরিবর্তন হয়নি: বুলবুল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৪, ১৮:৩৭
অ- অ+

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। সভাপতির দায়িত্ব ছেড়েছেন নাজমুল হোসেন পাপন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ। আর বোর্ড পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।

বর্তমান ক্রিকেট বোর্ড কোনরকমে চলছে। নতুন সভাপতি আসলেও দৃশ্যমান কোন পরিবর্তন আসেনি। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ৫ আগস্টের পর বোর্ডের দায়িত্ব নেয়ার প্রস্তাব আসলেও বেশকিছু কারণে নেননি দায়িত্ব। তবে বোর্ড চাইলে বিনা পারিশ্রমিকে দেশের ক্রিকেটের জন্য কাজ করতে ইচ্ছুক টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। এদিকে, ক্রিকেটার সাকিবের প্রশংসা করলেও, রাজনৈতিক কর্মকান্ডের কারণে দেশের ক্রিকেটে তার ভবিষৎ অনিশ্চিত বলেও মনে করেন তিনি।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, 'এখন যে কারেন্ট বোর্ড আছে সেটা তো কোনো রকমে চলছে। ইনফ্যাক্ট দেয়ার ইজ নো চেঞ্জ। দুজন নতুন পরিচালক এসেছেন এনএসসির মাধ্যমে, তার মধ্যে একজন প্রেসিডেন্ট ও আরেকজন ফাহিম ভাই (নাজমুল আবেদীন ফাহিম)। আমি বলবো ইট'জ অ্যা ইনকমপ্লিট ক্রিকেট বোর্ড। নতুন কিছুই ঘটেনি বা দেখতে পারছি না। সো, ইট'জ নাথিং নিউ।'

ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ আরো অভিজ্ঞ হওয়া উচিত বলেও মনে করেন বুলবুল, 'ক্রিকেট খেলাটা এতো পপুলার বাংলাদেশে। বাংলাদেশে যে আমাদের ১৮০ মিলিয়ন মানুষ আছেন, সবাই ক্রিকেটকে ভালোবাসেন। যেহেতু বাংলাদেশের ক্রিকেটকে সবাই ভালোবাসে, এই ভালোবাসাটা কিন্তু সারাজীবন থাকবে না। যদি আমরা আমাদের ফ্যানবেজ ধরে রাখতে না পারি, এর মূল কারণ আমার কাছে মনে হচ্ছে, আমাদের সবকিছুতে সবাইকে আরও সম্পৃক্ত করা উচিত। স্কুল ক্রিকেট বলেন, কলেজ ক্রিকেট বলেন, মেয়েদের ক্রিকেট বলেন, এই জায়গাগুলোতে আমার মনে হয়, তেমন একটা কাজ করিনি আমরা। এই মুহূর্তে হয়ত দেখা যাচ্ছে, এটা (ক্রিকেট) খুবই পপুলার গেম। নেভার নো, এভাবে যদি ১০ বছর চলতে থাকে, তাহলে হয়ত আরেকটা খেলা আমাদের জায়গা দখল করে নেবে।'

৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতে দায়িত্ব নেয়ার সুযোগ এসেছিল বুলবুলের সামনেও। সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গেও। কিন্তু বেশকিছু কারণে নেননি দায়িত্ব। এ বিষয়ে জানিয়েছেন নিজের ভাবনাও, '৫ আগস্টের পরে যে চেঞ্জটা আসলো, তখন কিন্তু আমার সঙ্গে সরকার থেকে যোগাযোগ করেছিল এবং আমার কাছে কিছু দিক নির্দেশনাও চেয়েছিল। আমি কিন্তু খুবই পরিষ্কারভাবে আমার যে আইডিয়া আছে তা শেয়ার করেছিলাম। সেগুলো প্রতিফলিত হয়নি। হয়ত ভবিষ্যতে হবে। তবে, কোনো বড় পোস্ট নয়, আমি সকলের সঙ্গে মিলে কাজ করতে চাই।' (ঢাকাটাইমস/ ০৬ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা