গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে মাঠ মাতাবেন যারা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৪, ১০:৩৬| আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৬:৫৮
অ- অ+

একটা সময় বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে মাঠে গড়াতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। ২০১৪ সালে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। তবে খুশির খবর হলো এবার একই ধরনের আরেকটি টুর্নামেন্ট নিয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। যার নাম দেওয়া হয়েছে গ্লোবাল সুপার লিগ। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স।

ইতোমধ্যে তাদের ম্যাচসূচিও ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। এরপর দ্বিতীয় দিনেই (২৭ নভেম্বর) মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। হ্যাম্পশায়ার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল।

রংপুর এবং ইংলিশ দলটি ছাড়া টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

আসন্ন এই বৈশ্বিক প্রতিযোগিতার জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছে রংপুর। সেখানেও অধিনায়ক হিসেবে যাচ্ছেন নুরুল হাসান সোহান। এছাড়া বিপিএলের সর্বশেষ ড্রাফট থেকে রংপুরে নাম লেখানো মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, সাইফ হাসান, শেখ মেহেদী ও কামরুল ইসলাম। এছাড়া ফরচুন বরিশালের লেগ স্পিনার রিশাদ হোসেন, খুলনা টাইগার্সের আফিফ হোসেন, সিলেট স্ট্রাইকার্সের আরাফাত সানিকে গ্লোবাল সুপার লিগের জন্য নিজেদের দলে নিয়েছে রংপুর।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাঁচ জনের সঙ্গে চুক্তি সেরেছে রংপুর। ক্যারিবিয়ান অলরাউন্ডার ম্যাথু ফোর্ডের সঙ্গে যুক্তরাজ্যের টপ অর্ডার ব্যাটার ওয়েইন ম্যাডসেন ও পেসার জ্যাক চ্যাপেল এবং যুক্তরাষ্ট্রের ব্যাটার স্টিভেন টেইলর ও অলরাউন্ডার হারমিত সিং খেলবেন রংপুরের জার্সিতে।

বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন হওয়ায় টুর্নামেন্টটিতে খেলার কথা ছিল ফরচুন বরিশালের। কিন্তু তারা আসরে অংশ নিতে অনীহা জানানোয় সুযোগটি পেয়ে যায় রংপুর।

রংপুর রাইডার্স স্কোয়াড

নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদী, আফিফ হোসেন, মোহাম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), স্টিভেন টেইলর (যুক্তরাষ্ট্র) ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড) ও জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।

(ঢাকাটাইমস/ ০৮ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা