রসিকের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন 

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৪, ১৯:২০| আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৯:৪৭
অ- অ+

রংপুর সিটি করপোরেশনের সাংগঠনিক কাঠামো অনুমোদনসহ সকল অস্থায়ী মাস্টাররোল, চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরি কর্মচারীদের চাকরি স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে 'রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ঐক্য পরিষদ।’

শনিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।

সংবাদ সম্মেলন শেষে রংপুর সিটি করপোরেশনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন 'রংপুর সিটি করপোরেশন কর্মচারী ঐক্য পরিষদের’ সভাপতি মো. রবিউল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ আলম, সহ-সভাপতি শিহাব উল করিম, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহাবুব হাসান বিপু, হাসান রাহি, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমেদ সৌধ প্রমুখ।

(ঢাকা টাইমস/০৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা