জাকের-নাসুমের জুটিতে ভর করে ২৫২ রানে থামল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৪, ২০:১১
অ- অ+

সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্তর পর মাহমুদউল্লাহ রিয়াদ; ১০ রানের মধ্যে টানা ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তাতে প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও শঙ্কা জাগে কম রানে অলআউট হওয়ার। তবে শেষদিকে নাসুম আহমেদ ও অভিষিক্ত জাকের আলী অনিকের ক্যামিও ইনিংসে লড়াইয়ের জন্য দারুণ পুঁজিই পেয়েছে বাংলাদেশ।

শারজায় শনিবার (৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ২৫৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে লাল সবুজদের সংগ্রহ ২৫২ রান।সিরিজ জয় করতে আফগানদের সামনে টার্গেট ২৫৩। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন অধিনায়ক শান্ত, নাসুম ২৪ বলে ২৫ আর জাকের ২৭ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাঙ্গেলিয়া খারোতে। ২টি করে উইকেট নিয়েছেন গাজানফার ও রশিদ খান।

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। সৌম্যকে সঙ্গে নিয়ে আফগান বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন তানজিদ হাসান তামিম। তবে নিজের ইনিংসকে বেশিদূর বেশি নিয়ে যেতে পারলেন না তিনি। ১৭ বলে ২২ রান করে আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফারের শিকার হয়ে ফিরে গেলেন সাজঘরে। তার বিদায়ে ২৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

তামিমের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়েন সৌম্য সরকার। এই জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ম্যাচেও থিতু হয়েও নিজের ইনিংস বড় করতে ব্যর্থ হন সৌম্য। ৪৯ বলে ৩৫ রান করে রশিদ খানের বলে এরবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে গেলেন তিনি। যদিও টিভি রিপ্লেতে পরে দেখা গিয়েছে বল পড়েছিল লেগস্ট্যাম্পের লাইনের বাইরে। কিন্তু সৌম্য রিভিউ নেননি। কিছুটা দুর্ভাগা হয়েই ফিরতে হয়েছে তাকে। তার বিদায়ে ভাঙে ৭১ রানের জুটি।

সৌম্য ফিরে গেলে মেহেদেী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে আফগান বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন শান্ত। তুলে নেন ক্যারিয়ারের নবম ওয়ানডে অর্ধশতক। শান্ত অর্ধশতক তুলে নেওয়ার পর আর বেশিসময় ক্রিজে থাকতে পারেননি মিরাজ। ৩৩ বলে ২২ রান করে রশিদ খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান মিরাজ। তার বিদায়ে ১৫২ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ।

১৫২ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন শান্ত ও তাওহীদ হুদয়। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি নানগেয়ালিয়া খারোটে। নানগেয়ালিয়া খারোটের বলে সেদিকউল্লাহ আতালের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান হৃদয়। তার বিদায়ে ভাঙে ২২ রানের জুটি।

তাওহীদ হৃদয়ের বিদায়ের পর একই ওভারে সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই ব্যাটারকেও ফেরান নানগেয়ালিয়া খারোটে। শান্ত ১১৯ বলে ৭৬ ও মাহমুদউল্লাহ ৯ বলে ৩ রান করে ফিরে যান সাজঘরে। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ১৮৪ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

এই দুই ব্যাটারের বিদায়ের পর জুটি গড়েন আজকের ম্যাচে অভিষেক হওয়া জাকের আলী অনিক ও নাসুম আহমেদ। সপ্তম উইকেটে তারা গড়েন ৪৬ রানের জুটি। দলীয় ২৩০ রানে নাসুমের বিদায়ে ভেঙে যায় এই জুটি। নাসুম ২৪ বলে ২৫ রান করে আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান।

নাসুমের বিদায়ের পর তাসকিনকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন জাকের আলী অনিক। তার অপরাজিত ৩৭ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রানে থামে বাংলাদেশের ইনিংস।

(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি ভৈরবে গ্রেপ্তার
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী আজ
বিশ্বে প্রথম সুপার ফুড খেজুরের কোমল পানীয় মিলাফ কোলা এখন বাজারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা