মেসি গোল পেলেও এমএলএসের প্লে-অফ থেকে ইন্টার মায়ামির বিদায়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১১:১৪| আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১১:১৬
অ- অ+

এমএলএস প্লে-অফের প্রথম ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল মেসির ইন্টার মায়ামি। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় তারা। আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছিল মেসিরা। আর তাই মেজর লিগ সকারের এমএলএস কাপের প্লে-অফ পর্ব পেরুতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না মায়ামি-আটলান্টা কারো সামনেই।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে মেসির দুর্দান্ত গোলের পরও আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-২ গোলে হেরে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে মেসি, সুয়ারেজ, ও বুসকেতসের মায়ামির। এই পরাজয়ের ফলে ক্লাব ফুটবলে মেসির চলতি মৌসুমও শেষ হলো।

রোববার (১০ নভেম্বর) সকালে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে হওয়া ম্যাচে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। ম্যাচটিতে ৩-২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। মায়ামির হয়ে গোল দুটি করেন মাতিয়াস রোহা ও লিওনেল মেসি। আটলান্টার হয়ে তিনটি গোলের মধ্যে দুটি করেন জামাল থিয়ারে ও একটি গোল করেন বারতোজ সিলৎ।

ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। কিন্তু ১৯ থেকে ২১ মিনিটের মধ্যে জোড়া গোল করে বসেন আটলান্টার সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে। শুরু হয় মায়ামির কামব্যাকের লড়াই।

২৭ মিনিটে আটলান্টার জালে বল জড়িয়েছিলেন মায়ামির প্যারাগুইয়ান মিডফিল্ডার দিয়েগো গোমেজ। কিন্তু ভিএআর যাচাইয়ের অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। মায়ামি কোচ জেরার্ড মার্তিনো দ্বিতীয়ার্ধে একসঙ্গে তিনটি বদল আনেন। ফলাফল আসতে সময় নেয় ২০ মিনিট। ৬৫ মিনিটে ডান প্রান্ত থেকে মার্সেলো ভাইগান্টের দুর্দান্ত ক্রসে লাফিয়ে উঠে বলে মাথা ছুঁয়ে গোল করেন মেসি।

কিন্তু সেই লিড টিকলো ১০ মিনিটেরও কম। ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোলটা মায়ামিকে একেবারেই স্তব্ধ করে দেয়। পরবর্তীতে নায়ক ছিলেন একজনই। আটলান্টা গোলরক্ষক ব্র্যাড গুজান একের পর এক সেইভ করে হতাশ করেন ইন্টার মায়ামিকে।

ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে আটলান্টা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইন্টার মায়ামির রাজ্য (ফ্লোরিডা) প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটিকে। অন্য সেমিফাইনালে নিউইয়র্ক ডার্বির দেখা পাবেন ফুটবল ভক্তরা। নিউইয়র্ক রেডবুলের প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি।

একইসঙ্গে নিশ্চিত হয়েছে ওয়েস্টার্ন কনফারেন্সের দুই সেমিফাইনাল। সেখানে লস অ্যাঞ্জেলস এফসি খেলবে সিয়াটলের বিপক্ষে। আর এলএ গ্যালাক্সি খেলবে মিনেসোটার বিপক্ষে। দুই কনফারেন্সের বিজয়ী দল মুখোমুখি হবে এমএলএস কাপের ফাইনালে।

(ঢাকাটাইমস/ ১০ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা