নাসুমের অসাধারণ প্রত্যাবর্তন নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১২:১২
অ- অ+

নাসুম আহমেদ সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন প্রায় এক বছর আগে। গত বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলা হয়নি তার। গত বিশ্বকাপের বেশ কিছুদিন পর খবর বেরিয়েছিল তৎকালীন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে তাকে শারীরিকভাবে আঘাত করেছেন। এরপর থেকেই মূলত তার বাজে সময় যাচ্ছিল।

মাঠের খেলায় জাতীয় দলের হয়ে মিস করেছেন অনেকটা সময়। ৮ মাস পর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ফিরেছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে। নাসুমের ফেরাটা এই মঞ্চে আরও লম্বা সময়ের পর। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তার দুর্দান্ত পারফরম্যান্সেই জিতেছে বাংলাদেশ। নাসুমের এমন পারফরম্যান্সে খুশি নাজমুল হোসেন শান্তও। খেলার প্রতি লম্বা সময় ধরে মনোযোগ ধরে রাখার কারণেই নাসুম এমন সাফল্য পেয়েছে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক।

গতকাল আফগানদের বিপক্ষে ১৮৪ রানে ৬ উইকেট হারানোর পর জাকের আলী অনিকের সঙ্গে নাসুমের পার্টনারশিপ ছিল বাংলাদেশের জন্য লাইফলাইন। এক চার এবং দুই ছক্কায় নাসুম আহমেদ করেন ২৪ বলে ২৫ রান। ৭ম উইকেট জুটিতে ৪১ বলে ৪৬ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। সেটাই শেষ পর্যন্ত হয়ে থাকল বাংলাদেশ ইনিংসের টার্নিং পয়েন্ট।

বল হাতেও কম যাননি নাসুম। ইমার্জিং এশিয়া কাপে আলোড়ন তোলা সেদিকুল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই আর আল্লাহ গাজানফারের উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। সংবাদ সম্মেলনে এসেও অধিনায়ক শান্তর কাছ থেকে পেয়েছেন প্রশংসা।

নাসুম এবং জাকের আলীর গড়া জুটি নিয়ে শান্ত বলেন, ‘(ম্যাচের টার্নিং পয়েন্ট) জাকের-নাসুমের ব্যাটিং। যেভাবে শেষ করল ইনিংস। বোলিং মনে হয় ওভারল ভালো করেছে বোলিং ইউনিট। ফিল্ডাররা আমার মনে হয় আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে ভালো ছিল।'

জয়ের কৃতিত্ব বাকিদেরও দিলেন শান্ত, ‘(মেহেদী হাসান) মিরাজ এবং নাসুম যেভাবে বল করেছে তাদের কৃতিত্ব দিতেই হবে। বল হাতে আমরা যেভাবে শুরু করেছি, তাসকিন (রহমানউল্লাহ) গুরবাজকে ফিরিয়ে দিল। সে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যাটার। আমি ফিল্ডিংয়ের মাঝে অনেক এনার্জি দেখতে চাই এবং তারা আজ সেটা করে দেখিয়েছে। ফিনিশিংটা যেভাবে হয়েছে তাতে আমরা ভালো মোমেন্টাম পেয়ে যাই। আমি জাকের কাছ থেকে এবং লোয়ার মিডল অর্ডারের কাছ থেকে এটাই চাই।’

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমার মনে হয় সবসময় খেলায় মনোযোগ ধরে রাখা উচিত এবং সে অইটাই করেছে। নাসুম এর আগেও ড্রেসিংরুমেও ছিল, ফলে মিরাজদের সাথে এডজাস্টমেন্টের কোনো সমস্যা হয়নি। ব্যাটিং-বোলিং যেভাবে করেছে সেটা দলকে সাহায্য করেছে এবং খুব সাহসের সাথে করেছে। ফলে তার অ্যাপ্রোচ আমার খুবই ভালো লেগেছে। আশা করব যে পরের ম্যাচেও এভাবেই করবে ইনশাল্লাহ।’

(ঢাকাটাইমস/ ১০ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা