সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি চেয়েছেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১৩:২৫| আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৩:৫২
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচে ৯২ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে আফগানদের ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। এই সিরিজ শেষেও অবশ্য বাংলাদেশের ব্যস্ততা কমছে না।

আফগান সফর শেষ করেই টাইগারদের যেতে হবে পূর্ণাঙ্গ ক্যারিবিয়ান সফরে। সেই সফরে অবশ্য সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য মোস্তাফিজুর রহমানকে নাও পেতে পারে। কারণ বোর্ডের কাছে ছুটি চেয়েছেন কাটার মাস্টার।

আফগান সিরিজ শেষ করেই বাংলাদেশ দল রওয়ানা করবে ক্যারিবিয়ানের উদ্দেশ্যে। মোস্তাফিজ চাইছেন এই সফরে না যেতে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর ছুটির দরখাস্ত দিয়েছেন ইতোমধ্যে। কারণ হিসেবে দেখিয়েছেন, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটির আবেদন।

তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে বলেও জানা গেছে।

নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সাদা পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আগামী ২২ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি হবে অ্যান্টিগায়। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা।

টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে যাবে দুই দল। সেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৮ ডিসেম্বর। একদিনের বিরতির পর ১০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।

ওয়ানডে সিরিজের পর দুই দিনের বিরতি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।

(ঢাকাটাইমস/ ১০ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আপনার সন্তানের কিডনির খেয়াল রাখবে যেসব খাবার
শীতে কোন সময়ে যে নিয়মে ডিম খেলে দ্রুত ওজন কমবে
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা