ইনজুরির কারণে আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেন গঞ্জালেস

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১৮:৪৩
অ- অ+

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় চলতি মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে খেলবে মেসির দল। ১৫ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ও পরের ম্যাচে ২০ নভেম্বর পেরুর বিপক্ষে খেলবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ইনজুরির কারণে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে খেলা হচ্ছে না নিকোলাস গঞ্জালেসের।

গত মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। যেখানে ছিলেন জুভেন্টাসের ফরোয়ার্ড গঞ্জালেস।

ইনজুরির কারণে অক্টোবরের দুই ম্যাচ মিস করার পর দলে ফিরেছিলেন তিনি। কিন্তু এবারও খেলা হচ্ছে না তার। নিজেদের প্রতিবেদনে এমনটা উল্লেখ করেছে, আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। কারণ পুরনো চোট থেকে এখনো পুরোপুরি মুক্তি পাননি তিনি।

অক্টোবরের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে ডান পায়ে চোট পেয়েছিলেন গঞ্জালেস। হ্যামস্ট্রিং ইনজুরিতে ম্যাচের ১২তম মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপর আর্জেন্টিনা বা জুভেন্টাসের হয়ে আর মাঠে নামা হয়নি তার। দীর্ঘ বিরতি ভেঙে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে ফেরার কথা ছিল। কিন্তু পুরোপুরি ফিট হয়ে না ওঠায় দলের সঙ্গে যোগ দেননি তিনি।

তবে তার বদলি হিসেবে কে দলে জায়গা পাবে সেটা এখনো ঠিক করেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। গুঞ্জন আছে, ফিরতে পাপরেন পাওলো দিবালা। আবার সুযোগ পেতে পারেন এএস রোমায় দিবালার সতীর্থ মাতিয়াস সোউলেও।

এদিকে ইনজুরি কাটিয়ে ইতোমধ্যে দলে ফিরেছেন লিওনেল মেসি ও আলেহান্দ্রো গারনাচো। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

(ঢাকাটাইমস/ ১০ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আপনার সন্তানের কিডনির খেয়াল রাখবে যেসব খাবার
শীতে কোন সময়ে যে নিয়মে ডিম খেলে দ্রুত ওজন কমবে
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা