অষ্টম বর্ষে পদার্পণ করলো হাবিপ্রবি সাংবাদিক সমিতি

হাঁটি হাঁটি পা করে অষ্টম বর্ষে পদার্পণ করলো দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণমাধ্যমকর্মীদের একমাত্র সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।
২০১৭ সালের ১১ নভেম্বর একঝাঁক তরুণ সাংবাদিকদের হাত ধরে যাত্রা শুরু করে সংগঠনটি। নানা চড়াই-উতরাই পেরিয়ে সোমবার অষ্টম বর্ষে পা দিল হাবিপ্রবি সাংবাদিক সমিতি। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উদযাপন করে হাবিপ্রবি সাংবাদিক সমিতি। দিনটির শুরুতে সকাল ১০টায় জুলাই বিপ্লবসহ সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবির, সংগঠনটির উপদেষ্টা ও প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এমদাদুল হাসান, সহকারী পরিচালক প্রফেসর ড. নিজাম উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি ও জনসংযোগ শাখার কর্মকর্তা কেবিএম মহিউদ্দিন নুর প্রমুখ।
এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস রুমে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি সাংবাদিক সমিতিকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকতা করতে হবে সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে। সকল পক্ষের কথা শুনে নিউজ করতে হবে। নিউজে শালীন ভাষা ব্যবহার করতে হবে এবং নিউজ হবে প্রতিষ্ঠানের কল্যাণের উদ্দেশ্যে এরপর দেশ ও সমাজের উন্নয়নের জন্য। সাংবাদিকতায় প্রথম গুণ হলো সততা। সাংবাদিকরা সততার সাথে সংবাদ উপস্থাপন করলে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে।’
এসময় সাংবাদিক সমিতিকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে প্রত্যাশা ও দিকনির্দেশনা মূলক কথা বলেন আমন্ত্রিত অতিথিরা।
উল্লেখ্য, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কেবিএম মুহিউদ্দিন নুর ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মো. তারিকুল ইসলাম। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নিরলস এবং নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টির একমাত্র গণমাধ্যম সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি।
(ঢাকা টাইমস/১১নভেম্বর/এসএ)

মন্তব্য করুন