যে কারণে এবার তারেক রহমান তার জন্মদিন পালন করতে নিষেধ করেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ২০:২০
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। ওই দিন দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের জন্মদিনের অনুষ্ঠান পালন করতে নিষেধ করা হয়েছে।

সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কেনো এই সিদ্ধান্ত, জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা টাইমসকে বলেন, রাজনৈতিক পটপরিবর্তনে মানুষের প্রত্যাশা অনেক। প্রত্যাশা পূরণের আগেই অতি উচ্ছ্বাস বেমানান। নেতার জন্মদিনে কর্মীদের উচ্ছ্বাস অনেক সময় সীমার বাইরে চলে যায়।

তিনি বলেন, যেখানে মানুষের চূড়ান্ত প্রত্যাশা এখনও বাস্তবায়িত হয়নি সেখানে জন্মদিনের নামে বেশি উচ্ছ্বাস দৃষ্টিকটূ দেখায়। আমি মনে করি তারেক রহমান সাহেবের এই সিদ্ধান্ত খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তারেক রহমান সবসময়ই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সঙ্গে আছেন।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর, বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো হয়েছে, ওইদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালন করবে না দলটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনার ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকাটাইমস/১১নভেম্বর/জেবি/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা